Why we take partial payment – কেন জার্সি অর্ডারের জন্য অ্যাডভানস পে করতে হবে এর ব্যাখ্যাঃ
এমনিতে নাম ছাড়া জার্সি অর্ডার করার সময় মোট বিলের মাত্র ২০০ টাকা এবং ডেলিভারি চার্জ পে করে নিতে পারবেন।
তবে নাম সহ জার্সি আমরা যখন অর্ডার নেই তখন আপনার দেয়া নাম এবং নাম্বার সহ জার্সিটি তৈরি হয়। এখানে জার্সিটা তৈরিতে আমাদের সম্পূর্ণ টাকাটাই ব্যায় করতে হয়। এরপর যদি জার্সিটা রিসিভ না হয় তখন জার্সির পুরো টাকা এবং ডেলিভারি চার্জ সহ আমাদের লস হয় কারন একবার নাম নাম্বার লেখা হয়ে গেলে ওই জার্সি অন্য কেউ কিনবে না। যদি অ্যাডভানস না নেয়া হয় তাহলে প্রচুর ফেক অর্ডার আসে, এটাও অন্যতম কারন। নাম ছাড়া জার্সিতেও ছোট এমাউন্ট পেমেন্ট নেয়া হয় কারণ ফেক অর্ডারের কারণে জার্সি ফেরত আসলে সেটা আর অন্যজনকে দেয়ার অবস্থায় থাকে না। যদি জার্সিতে কোন সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা জার্সি পরিবর্তন করে দেই।
আপনার পেমেন্টের সিকিউরিটি
আমরা সরকারিভাবে ট্রেড লাইসেন্স করা প্রতিষ্ঠান। বিকাশ আমাদের ব্র্যান্ড দেখে ও পর্যবেক্ষণ করে মার্চেন্ট একাউন্ট দিয়েছে। বিকাশের মতো কোম্পানি কাউকে মার্চেন্ট একাউন্ট দেয়ার আগে ভালোভাবে দেখে শুনেই দেয়। তাই আপনার পেমেন্ট নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। ইতোমধ্যে প্রচুর জার্সি লাভার আমাদের জার্সি ব্যাবহার করছেন এবং তাদের দেয়া বেশ কিছু ভালো রিভিউ আমাদের ওয়েবসাইট ও পেজে আছে। আপনি নতুন হলে এবং অর্ডার দেয়া নিয়ে কনফিউশনে থাকলে রিভিউগুলো দেখে আসতে পারেন।
👕 ইজি রিটার্ন পলিসিঃ
জার্সিতে আমাদের উৎপাদনজনিত কোন সমস্যা যেমন ছেড়া কিংবা ভুল নাম নাম্বার গেলে আমাদের ৩ দিনের মধ্যে জানালে আমরা সেটা পরিবর্তন করে দিব।